স্বাধীনতা আমার স্বাধীনতা #### মাহ্‌মুদুল হক ফয়েজ

বর্গা প্রথা : গ্রামীণ সামাজিক রীতির অতীত বর্তমান

বর্গা প্রথা : গ্রামীণ সামাজিক রীতির অতীত বর্তমান
মাহ্‌মুদুল হক ফয়েজ

শত শত বছর ধরে বর্গা প্রথা বাংলার গ্রাম-গঞ্জের অর্থনীতির এক উল্লেখযোগ্য বিধি ব্যবস্থা। বর্গা প্রথার গ্রামীণ উৎপাদন ও সামাজিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রেও একটি সুদূরপ্রসারী ইতবাচক দিক রয়েছে।

উত্তর (এপিটাফ)

উত্তর (এপিটাফ)
মাহ্‌মুদুল হক ফয়েজ

জীবন পথের প্রান্তে এসে শ্রান্ত পথিক-
কি প্রশ্ন খুঁজছো তুমি উদাসে আনমনে !
সূর্য ডুবে যায় সৈকতে পড়ে তার ছায়া,
দূর দিগন্তে বাজে বিচ্ছেদ বেহাগের ধ্বনি ।

প্রশ্নে প্রশ্নে জর্জরিত তনু মন,
উত্তর তার পাবেনাকো কোনো দিন,
বেলা শেষে আজ নির্জনে দাঁড়িয়েছো এসে
এ উত্তর তোমার কাছে আজন্ম রয়েছে গেঁথে ;
অনুভবে ধ্যান-মগ্নে অগোচরে পেয়ে যাবে
তুমিই তোমার অনন্তের প্রশ্নের উত্তর ।।

মুক্তিযুদ্ধকালিন নোয়াখালীর কয়টি নৃশংস হত্যাযজ্ঞ

মুক্তিযুদ্ধকালিন নোয়াখালীর কয়টি নৃশংস হত্যাযজ্ঞ
মাহমুদুল হক ফয়েজ

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময়ে পাকিস্তানী হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার, আলবদর, আলশামস্, সারা দেশের মত নোয়াখালীতেও অসংখ্য হত্যাযজ্ঞ চালিয়েছিলো। সে সব হত্যাযজ্ঞের অনেক কাহিনী আজ বিস্মৃতির অতলে হারিয়ে যেতে বসেছে। তবুও নোয়াখালী বাসীর অনেকের মনে সে সব স্মৃতিগুলো সকরুণ নিনাদে আজও গুমরে গুমরে কেঁদে উঠে।

নোয়াখালীর ভাষা

নোয়াখালীর ভাষা
মাহমুদুল হক ফয়েজ

নোয়াখালী অঞ্চলের মানুষ আর এর ভাষা নিয়ে দেশের অন্য অঞ্চলের লোকজনদের মধ্যে এক দারুন কৌতুহল রয়েছে। নানান মুখরোচক গল্পও প্রচলিত আছে এ জেলাকে নিয়ে। সারা দেশে তো বটেই সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে নোয়াখালীর মানুষ। অনেকেই রসিকতা করে বলেন, চাঁদেও নাকি নোয়াখালীর মানুষ আছে।