স্বাধীনতা আমার স্বাধীনতা #### মাহ্‌মুদুল হক ফয়েজ

তার চোখ

আমি ভোরের শিশিরে খুঁজি মনিকা মেয়ের চোখ,
সারা রাত ধরে রজনী কেঁদে কেঁদে হয়েছে সারা,
ঘাসের শরীরে পড়ে আছে রাতের আশ্রুধারা-
সেই থেকে হয়েছি উদাস, তার চোখে রেখেছি আমার চোখ।

বলিবনা কথা ছুঁইবনা ঘাসের নরম শরীর,
শুধু চোখে চোখ রেখে বলে যাব হৃদয়ের কথা;
এই মোর ভালোবাসা, এই মোর অলস নীরবতা-
আমি এই খানে বেঁধেছি এবার আমার গোপন নীড়।

ধানের নরম শীষে লেগে থাকে ভোরের শিশির
প্রজাপতি উড়ে আসে সিক্ত করে এলো মেলো পাখা,
সমস্ত শরীর জুড়ে এই রঙ হয়ে গেছে আঁকা-
তার চোখ রাত্রির স্বেদ থেকে গলে পড়া এক ফোঁটা নীর ।।